ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ট্রেনে কাটা পড়ে বিদেশ ফেরত যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে বিদেশ ফেরত যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অঞ্জন কুমার সাহা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) ভোর রাতে ঈশ্বরদী জংশন স্টেশনের লেবেল ক্রসিং গেটের ১০০ গজ দক্ষিণে ঈশ্বরদী-খুলনা রেলরুটের পাতি বিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

অঞ্জন ঈশ্বরদী শহরের পিয়ারাখালী মহল্লার ৩ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার অনন্ত কুমার সাহার ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশ সূত্রে জানা যায়, নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন আপ লাইন দিয়ে ঈশ্বরদী অভিমুখে আসছিল।

স্থানীয়রা জানান, অঞ্জন বেশ কয়েক বছর ধরে প্রবাসে ছিলেন। গত সপ্তাহে তিনি সিঙ্গাপুর থেকে দেশে আসেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ওই যুবকের মাথা থেঁতলে গেছে। রোববার (২৮ এপ্রিল) মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ধারণা করা হচ্ছে, রেললাইন অতিক্রম করার সময় খুলনা থেকে আসা আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

ট্রেন,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত